The Business Standard বাংলা
সাড়ে তিন মাস পর জামিনে মুক্ত মির্জা ফখরুল, আমীর খসরু

সাড়ে তিন মাস পর জামিনে মুক্ত মির্জা ফখরুল, আমীর খসরু

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান বিএনপির শীর্ষ এ দুই নেতা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর বিকাল ৩টা ৩৫ মিনিটে তাঁরা কারাগার থেকে বের হন। এসময় দলের নেতা-কর্মী ও তাঁদের স্বজনরা জেলগেটে এ দুই নেতাকে অভ্যর্থনা জানান। শায়রুল বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে তারা স্বজনদের সাথে সরাসরি নিজ নিজ বাসভবনে ফিরেছেন। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ ও এরপরের সহিংসতাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর আগে ১০টি মামলায় তিনি জামিন পান। আর গতকাল বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান।
Published on: 2024-02-15 13:11:13.950058 +0100 CET

------------ Previous News ------------