The Business Standard বাংলা
লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম

লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম

শুল্ক ছাড় দেওয়ার পর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দাম আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। দ্রব্যমূল্য এবং বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের সভায় তেলের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে টাস্কফোর্স ও জাতীয় কমিটির সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভোজ্যতেলের শুল্ক লিটারে ৫ টাকা কমালেও মিলমালিক ও তেল পরিশোধনাকারীরা রমজানের আগে দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন। নতুন দর ১ মার্চ থেকে কার্যকর হবে।' বর্তামনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৭৩ টাকায়। দাম কমার পর ১ মার্চ থেকে তা বিক্রি হবে ১৬৩ টাকায়। আর দাম কমার পর খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। তবে পাম তেলের দাম আপাতত কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।
Published on: 2024-02-20 10:38:40.231601 +0100 CET

------------ Previous News ------------