The Business Standard বাংলা
১৬ রমজান থেকে ১ ঘণ্টা বেড়ে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল

১৬ রমজান থেকে ১ ঘণ্টা বেড়ে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল

আগামী ১৬ই রমজান থেকে থেকে মেট্রোরেল চলাচলের সময়সীমা রাতে এক ঘণ্টা বাড়ছে। বর্ধিত সময় অনুযায়ী, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ২০ মিনিটে। বর্ধিত এক ঘণ্টায় ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। সে হিসেবে দুই প্রান্তে মোট ১০টি অতিরিক্ত ট্রিপ হবে। এবার ঈদের দিন মেট্রোরেল পরিষেবা চালু থাকবে না। রবিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'মেট্রোরেলের ট্রেনে খাবার ও পানীয় বহন এবং পানাহার নিষিদ্ধ থাকলেও ইফতারের সুবিধার্তে নির্দিষ্ট সময়ে যাত্রীরা ২৫০ এমএল পানির বোতল বহন করতে পারবেন। অন্য কোনো খাবার বহন করা যাবে না। ব্যবহার শেষে পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
Published on: 2024-03-10 12:38:51.50764 +0100 CET

------------ Previous News ------------