The Business Standard বাংলা
ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ, ২৩ নাবিক জিম্মি

ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ, ২৩ নাবিক জিম্মি

ভারত মহাসাগরে 'এমভি আবদুল্লাহ' নামক বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ দখল করে নিয়েছে জলদস্যুরা। জাহাজটিতে ২৩ জন ক্রু থাকার কথা জানা গিয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা কয়লাবাহী জাহাজটিতে হামলা চালায় জলদস্যুদল। জাহাজটির মালিক চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান এসআর [কবির স্টিল] শিপিং। এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কম ঝুঁকিপূর্ণ এলাকা অনুসরণ করে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল।' 'সোমালি জলদস্যুরা তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে। দুইদিন আগে এমভি আবদুল্লাহর গতিপথ পরিবর্তন করে সোমালিয়ার দিকে ঘুরিয়ে নেয় জলদস্যুরা,' বলেন তিনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাহাজে থাকা সমস্ত ক্রুদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেহেরুল করিম। বাল্ক ক্যারিয়ার আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।
Published on: 2024-03-12 12:25:06.246283 +0100 CET

------------ Previous News ------------