The Business Standard বাংলা
চট্টগ্রামে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার খেজুর উদ্ধার, ৭ দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার খেজুর উদ্ধার, ৭ দিনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়ে নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি হিমাগারে মজুতকৃত পাঁচকোটি টাকা মূল্যের প্রায় ১০০ মেট্রিক টন খেজুর উদ্ধার করেছে। আগামী সাতদিনের মধ্যে এসব খেজুর বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ নির্দেশনা না মানলে খেজুরগুলো জব্দ করে নিলামের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে বলেন প্রতীক দত্ত। গত বছরের আগস্ট-সেপ্টেম্বর থেকে এসব খেজুর আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা মজুত করে রেখেছিলেন। অভিযানে মূল্যতালিকা এবং ক্রয়-বিক্রয়ের রসিদ না রাখার দায়ে সাফা মারওয়া ড্রাই ফ্রুটস এবং আরবা এন্টারপ্রাইজেসকে যথাক্রমে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই হাজার ৮৫০ টাকায় খেজুর কিনে তা চার হাজার ১৫০ টাকায় বিক্রি করার দায়ে আলী জেনারেল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনকে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ কাদের ও কোতয়ালী থানার একটি দল।
Published on: 2024-03-13 17:27:18.390114 +0100 CET

------------ Previous News ------------