The Business Standard বাংলা
ফের চলতে শুরু করেছে এমভি আবদুল্লাহ, অবস্থান শনাক্তের চেষ্টায় কেএসআরএম

ফের চলতে শুরু করেছে এমভি আবদুল্লাহ, অবস্থান শনাক্তের চেষ্টায় কেএসআরএম

২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গতকাল সোমালিয়ার উপকূলীয় শহর গারাকাড থেকে প্রায় সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করার পরে, শুক্রবার (১৫ মার্চ) আবার চলতে শুরু করেছে। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, 'শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি নোঙর তুলে নেয় এবং আগের অবস্থান থেকে সরে যেতে শুরু করে।' তিনি আরও বলেন, 'এখন জাহাজটি চলছে এবং আমরা এটির সর্বশেষ অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।' বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুক্রবার রাত ৮টায় টিবিএসকে বলেন, 'জাহাজটি গতকালের নোঙর পয়েন্ট থেকে প্রায় ৪৫-৫০ নটিক্যাল মাইল উত্তর দিকে অগ্রসর হয়ে গোধবজিরান উপকূল থেকে প্রায় ৪ মাইল দূরে নোঙর করেছে।' আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো জানায়, গতকাল রাত ৮টার দিকে জাহাজটি গারাকাডের কাছে নোঙর করে। বৃহস্পতিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের কর্মকর্তারা বলেছেন, জলদস্যুরা এখনও কোনো মুক্তিপণের দাবিতে বাংলাদেশের কারও সঙ্গে যোগাযোগ করেনি। তবে জাহাজ মালিকেরা জানান, জলদস্যুরা তাদের সঙ্গে যোগাযোগ না করলেও তারা উদ্ধার প্রক্রিয়া শুরু করেছেন।
Published on: 2024-03-15 15:32:08.890915 +0100 CET

------------ Previous News ------------