The Business Standard বাংলা
বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাবেক ভূমিমন্ত্রী জাভেদ, অর্থপাচার না করার দাবি

বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাবেক ভূমিমন্ত্রী জাভেদ, অর্থপাচার না করার দাবি

সাবেক ভূমিমন্ত্রী এবং চট্টগ্রামের বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার বিদেশে সম্পদের থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। শনিবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাভেদ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে সম্পদের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। এসব সম্পদ বৈধ ব্যবসায়িক পথে অর্জন করেছেন বলে দাবি করেন তিনি। জাভেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ব্যাবসা শুরু করেন সেই ১৯৯১ সালের দিকে। ১‌৯৬৭ সালে তার বাবার লন্ডনে ব্যবসায়িক উদ্যোগ শুরুর কথাও উল্লেখ করেন তিনি। অফশোর সম্পদের প্রতি তার ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও তিনি অবৈধ উপায়ে সেগুলো অর্জনের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন। জাভেদ আরও বলেন, তিনি বিদেশে থাকা সম্পদের কথা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অন্তর্ভুক্ত করেননি, কারণ হলফনামায় এ ধরনের [সম্পদ] ঘোষণার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। যুক্তরাজ্যের সরকারের বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা নথিপত্র থেকে সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, জাভেদের দেশটিতে প্রায় দুই হাজার কোটি টাকা মূল্যের সম্পদ রয়েছে। এছাড়াও ব্লুমবার্গ -এর প্রতিবেদন থেকে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ম্যানহাটনেও সাবেক এ মন্ত্রীর বিনিয়োগ রয়েছে।
Published on: 2024-03-02 13:21:47.454772 +0100 CET

------------ Previous News ------------