The Business Standard বাংলা
খুলে দেওয়া হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার র‍্যাম্প

খুলে দেওয়া হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার র‍্যাম্প

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফসিডি) সংলগ্ন র‍্যাম্প (নামার রাস্তা) খুলে দেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন। এই নিয়ে ১৬টি র‍্যাম্প চালু হচ্ছে। বুধবার (২০ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে ব্রিজের ওপর উদ্বোধনের আগে কাদের বলেন, "এর আগে, গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।" কাদের বলেন, "এই প্রকল্প এ বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছর শুরুতে পুরোটা খুলে দিতে পারবো। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেইভাবেই কাজ চলছে।" ঢাকায় রমজান মাসে যানজট বাড়ে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, "রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়। শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে।" এদিকে, প্রকল্প পরিচালক জানান, তাদের এখন পর্যন্ত ৭২ দশমিক ৫১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশে কাজ চলছে। এখানে সোনারগাঁও হোটেলের পাশে ওঠার একটা র‍্যাম্প হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। আর র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য ৪৬ দশিমিক ৭৩ কিলোমিটার। পুরো উড়ালসড়কে ৩১টি স্থান দিয়ে যানবাহন ওঠানামা (র‍্যাম্প) করার ব্যবস্থা থাকছে। এর আগে, গত বছর ৩ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত  ১১ দশমিক ৫ কিলোমিটার। এই অংশে ১৫টি র‍্যাম্প হয়েছে। এতে ৩ সেপ্টেম্বর থেকে যান চলাচল শুরু হয়।
Published on: 2024-03-20 08:15:15.56208 +0100 CET

------------ Previous News ------------