The Business Standard বাংলা
এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৫৩৪ মিলিয়ন ডলার

এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৫৩৪ মিলিয়ন ডলার

গতকাল বুধবার (২৭ মার্চ) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে। এক সপ্তাহ আগের তুলনায় যা কমেছে আরো ৫৩৪ মিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্যাংকিং শিল্পের অভ্যন্তরীণরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সংকটের কারণে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক প্রচুর ডলার বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের সাথে মুদ্রা অদলবদলের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলার ফেরত নিচ্ছে। এই মাসের শুরুর দিকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর ১.২৯ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করার পরে ফরেক্স রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
Published on: 2024-03-28 15:20:41.538766 +0100 CET

------------ Previous News ------------