The Business Standard বাংলা
আমরা সব ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে: বুয়েট শিক্ষার্থীরা

আমরা সব ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে: বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বলেছেন, তারা সব ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আজ রবিবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, 'আমরা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে বুয়েটের শিক্ষার্থীরা সব ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী।" আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পাঁচজন সাংবাদিকদের সামনে ব্রিফ করেন। নিরাপত্তাজনিত কারণে তারা তাদের নাম প্রকাশ করেননি। শিক্ষার্থীরা বলেন, 'হিজবুত তাহরীর ও অন্যান্য আরও যেসব নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা সেগুলোরও বিরুদ্ধে।' তারা আরও বলেন, 'বুয়েটের কোনো শিক্ষার্থী ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত থাকলে আমরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও তাদের বহিষ্কারের দাবি জানাই।' এ সময় শিক্ষার্থীরা বলেন, 'জীবনের ক্ষতি করে' এমন সব ধরনের ছাত্র রাজনীতির বিরুদ্ধে তারা শপথ নিচ্ছেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, 'আমরা আবরার ফাহাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।' এর আগে আজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির হলে সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ।
Published on: 2024-03-31 15:27:29.436388 +0200 CEST

------------ Previous News ------------