The Business Standard বাংলা
মেটার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস কাজ করছে না

মেটার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস কাজ করছে না

হঠাৎ করেই ফেসবুক আপনাকে বের করে দিলো? ভাবছেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা? অথবা কেউ আপনার আইডিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ভেবে কর্তব্যবিমূঢ় হয়ে গেছেন? না, এ সমস্যা আপনার একার নয়, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, থ্রেডস — মেটা'র মালিকানাধীন এ অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। মেটা'র প্রযুক্তিগত বিভ্রাটের কারণে এ সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্ল্যাটফর্মগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে গিয়েছে। লগ-ইন উইন্ডোতে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রবেশ করালেও 'ভুল পাসওয়ার্ড' বার্তা দেখানো হচ্ছে। ফেসবুকের পক্ষ থেকে পাসওয়ার্ড ভুল বললেও এক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন বা 'ফরগটেন পাসওয়ার্ড' অপশনে ক্লিক করার দরকার নেই বলে পরামর্শ দিয়েছে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ৯টু৫ম্যাক।
Published on: 2024-03-05 17:03:05.744961 +0100 CET

------------ Previous News ------------