The Business Standard বাংলা
কেজিতে ৩০ টাকা বেড়ে টিসিবির চিনি হলো ১০০ টাকা

কেজিতে ৩০ টাকা বেড়ে টিসিবির চিনি হলো ১০০ টাকা

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চিনির দাম প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে। বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম বাড়ানোর ফরে টিসিবি'র কার্ডধারী এক কোটি পরিবারকে প্রতি কেজি চিনি এখন থেকে ৭০ টাকার বদলে ১০০ টাকা দিয়ে কিনতে হবে। রমজান উপলক্ষে টিসিবি আগামীকাল থেকে কার্ডধারীদের কাছে ভর্তুকিমূল্যে তেল, মসুর ডাল, চিনি, খেজুর ও চাল বিক্রির ঘোষণা দিয়েছে। ডলারের বাড়তি দাম, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় দেশে চিনির দাম বর্তমানে চড়া। খুচরা পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'বেশি দামে কেনার কারণে চিনির ভর্তুকি কমাতে হয়েছে, তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।' গত ডিসেম্বরে এক কোটি পরিবারের কাছে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করেছিল টিসিবি। টিসিবি জানায়, রমজান উপলক্ষে প্রতি পরিবারের কাছে ১০০ টাকা লিটারে দুই লিটার তেল, প্রতি কেজি ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ১০০ টাকায়, ৩০ টাকা কেজিদরে পাঁচ কেজি চাল এবং এক কেজি খেজুর ১৫০ টাকায় বিক্রি করা হবে। সারাদেশের কার্ডধারীরা নির্বাচিত ডিলারদের কাছ থেকে ভর্তুকিমূল্যে এসব পণ্য কিনতে পারবেন।
Published on: 2024-03-06 15:48:37.415617 +0100 CET

------------ Previous News ------------