The Business Standard বাংলা
ঈদের দিনসহ দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিনসহ দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন ও পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুইদিন বন্ধ থাকবে মেট্রোরেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এর আগে বলেছিল, সংস্থাটির নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল চালানো হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তাদের কর্মীর সংখ্যা কম। তাই ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ঈদের দিন বিকালের আগে যাত্রীদের চাপ খুবই কম থাকার কথা। এ কারণে বর্তমান সূচি অনুযায়ী বিকালের আগ পর্যন্ত ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচও বাড়বে। এসব কিছু বিবেচনায় ঈদের দিন ট্রেন চলাচল না করার বিষয়ে আগেই ঘোষণা দেয় ডিএমটিসিএল। গত বছরও ঈদের দিন মেট্রোরেলের ট্রেন চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএলের তথ্যমতে, রমজান মাসের প্রথম দিকে মেট্রোরেলের ট্রেনে প্রতিদিন গড়ে প্রায় আড়াই লাখ যাত্রী চলাচল করেছেন। রমজানের আগে এ সংখ্যা ছিল তিন লাখের মতো। পরে ১৬ রমজান থেকে মেট্রোরেলের সময়সূচি রাতে এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রীর সংখ্যা বাড়ে। গত পাঁচ দিনে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছেন। আবার কোনো কোনো দিন যাত্রীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়।
Published on: 2024-04-10 12:25:00.255439 +0200 CEST

------------ Previous News ------------