The Business Standard বাংলা
বায়তুল মোকাররমে ঈদের প্রথম তিনটি জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম তিনটি জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়। শেষ হয় ৭টা ১১ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদটির মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন। প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে। সে হিসাবে, এপর্যন্ত মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
Published on: 2024-04-11 06:08:43.740635 +0200 CEST

------------ Previous News ------------