The Business Standard বাংলা
দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এই পরিস্থিতিতে গত ১৯ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা না কমায় সেই হিট অ্যালার্টের সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার ২৬ দিনের বন্ধ শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজের ছুটি ৭ দিন বাড়িয়ে দেওয়া হয়। ফলে আগামী ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে। এছাড়া তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস নিচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে গতকাল দেশের সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া পাবনায় ৪২ ডিগ্রি, কুষ্টিয়ায় ৪০ ডিগ্রি ও যশোরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। গতকাল বেলা তিনটায় ঢাকায় সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, কোনো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সেটিকে অতি-তীব্র তাপদাহ হিসেবে চিহ্নিত করা হয়, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। বর্তমানে দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষসহ আপামর জনতার নাভিশ্বাস উঠছে। প্রচণ্ড তাপদাহে এরমধ্যেই দেশে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার এদের একজন মারা গেছেন পাবনায়, অন্যজন চুয়াডাঙ্গায়। পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় প্রচণ্ড গরমে মারা গেছেন সুকুমার দাস। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুকুমার নগরীর রূপকথা রোড এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গায় মাঠে পাটের বীজ লাগানোর সময় অতিরিক্ত গরমে মারা যান জাকির হোসেন নামের এক কৃষক। শনিবার সকালে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়া চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। টিবিএসের স্থানীয় প্রতিনিধি জানান, এতে ফসলের মাঠেই শুকিয়ে যাচ্ছে ধান ও সবজি গাছ। ফলে দেখা দিতে পারে এ মৌসুমে ফলন বিপর্যয়। অতিরিক্ত তাপের কারণে ধান চিটা হয়ে যাচ্ছে। হেক্টরের পর হেক্টর জমির সবজি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফুলকপি, লালশাক, পুঁইশাক, ঢেড়সসহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে। খরতাপের কারণে ধানের থোড় থেকে ফুল বের হওয়ার পর শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে মাঠের পর মাঠ। ধানের ফলনে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে এতে। অনেক কৃষক ধান পাঁকার আগেই জমি থেকে ধান কেটে ফেলছেন। মেশিনে সেচ দিয়েও কোন লাভ হচ্ছে না। পানি দেওয়ার অল্প সময় পর মাটি শুকিয়ে যাচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে।
Published on: 2024-04-22 08:11:57.371329 +0200 CEST