The Business Standard বাংলা
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৭৮ শতাংশ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতির প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৭৮ শতাংশ

স্থিরমূলে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৭৮ শতাংশ। আগের প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৬.০১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও প্রবৃদ্ধি হারের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থিরমূল্যে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ৩.৭৮ প্রবৃদ্ধি হয়েছে। সে তুলনায়, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৭.০৮ শতাংশ, এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৯.৩০ শতাংশ। উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কোয়াটার্লি ন্যাশনাল একাউন্টস ম্যানুয়াল অনুযায়ী, কোনো কোয়ার্টার বা প্রান্তিকের জিডিপির প্রথম প্রাক্কলনের সময়– হালনাগাদ সকল তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না বিধায়, পরবর্তীতে তা সংশোধনের প্রয়োজন হয়। ফলে আগের প্রান্তিকের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য লক্ষ করা যায়। সরকারের গত ২৬ নভেম্বর ২০২০ তারিখের সিদ্ধান্ত এবং পরবর্তীতে আইএএমএফ- এর পরামর্শ মোতাবেক বিবিএস কর্তৃক ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন প্রাক্কলনের কার্যক্রম গ্রহণ করা হয়।
Published on: 2024-04-09 13:00:05.469915 +0200 CEST

------------ Previous News ------------