The Business Standard বাংলা
আন্তর্জাতিক স্বীকৃতি সত্ত্বেও শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক স্বীকৃতি সত্ত্বেও শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করলে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ মে) বলেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও যারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও পাওনা থেকে বঞ্চিত করবে সরকার তাদের ছাড় দেবে না। তিনি বলেন, "কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে, আমরা তাদের ছাড় দেব না, তা সে যত বড়ই হোক না কেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক না কেন।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে এবং তাদের কল্যাণের দিকে নজর দিতে হবে। তবে ক্ষমতাধর ব্যক্তি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিদের কথা বলার সময় তিনি কারও নাম উল্লেখ করেননি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে মে দিবসের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
Published on: 2024-05-01 10:59:33.595241 +0200 CEST

------------ Previous News ------------