The Business Standard বাংলা
মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিএমপি

মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিএমপি

'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাঁকে আটক করেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একটি মামলা করা হচ্ছে। তবে মামলাটি কখন, কোন থানায় করা হচ্ছে – বা কেন তাঁকে আটক করা হয়েছে – সেবিষয়ে বিস্তারিত জানাননি তিনি। আজ রাত সাড়ে ৮টায় মিল্টন সমাদ্দারকে আটকের বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন ডিবি প্রধান হারুন। সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। 'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, সংগঠনটি দুস্থ, অসহায়, রুগ্ন ও গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধা ও শারীরিকভাবে অক্ষম শিশুদের আশ্রয়দানকারী একটি দাতব্য সংস্থা।
Published on: 2024-05-01 17:00:13.506627 +0200 CEST

------------ Previous News ------------