বাংলা ট্রিবিউন
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’

‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর কোনও তথ্য-প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে এ সভা হয়। সংসদ সদস্যরা এলাকায় অবস্থান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘কিন্তু নির্বাচনি কোনও প্রচার-প্রচারণা করতে পারবেন না এমপিরা। মন্ত্রী-এমপিদের জনসভায় একই মঞ্চে উপজেলা নির্বাচনের কোনও প্রার্থী উপস্থিত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনও প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা দেখবেন এবং আইনি ব্যবস্থা নেবেন।’ ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারণাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভোটারদের উপস্থিতির জন্য প্রচারণা চালাবে নির্বাচন কমিশন।’ নির্বাচন কমিশন সহিংসতামুক্ত সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চায় উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে। এর বাইরে গেলেই শাস্তি পেতে হবে। সরকারি সুবিধা ভোগ করে কেউ নির্বাচনি প্রচারে অংশ নিলে যে প্রার্থীর প্রচার করবে তার প্রার্থিতা বাতিল করা হবে।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি রশিদুল হক, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
Published on: 2024-04-27 17:02:04.135354 +0200 CEST