কালের কণ্ঠ
সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে: ইসি আনিছুর

সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে: ইসি আনিছুর

জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সিলেট নগরের বালুচর এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা বলেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে এ মতবিনিময় হয়। আনিছুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাচনে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁরাই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁরা একই উত্সাহ-উদ্দীপনায় এ দায়িত্ব পালন করবেন।’ বিএনপির নির্বাচন বর্জনের বিষয়ে নির্বাচন কমিশনার আরো বলেন, ‘তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে বর্জন করার। জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমনটি দেখা গেছে। ভোটাররা যদি বর্জন না করেন, তাহলে এর কোনো ইমপেক্ট নেই। স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা উত্সাহ নিয়ে ভোটে অংশগ্রহণ করবেন, এ ব্যাপারে আমরা আশাবাদী।’ নির্বাচন কমিশনার বলেন, ‘সুযোগ থাকলেও দলীয়ভাবে কেউ কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। জামায়াতের রাজনৈতিক নিবন্ধন নেই। তাই তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ নেই। তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। বিএনপি প্রার্থীরা রয়ে গেছেন। তাঁদের বহিষ্কার কিংবা অন্য প্রক্রিয়া আমরা শুনছি, যদিও তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন।’
Published on: 2024-04-27 17:02:02.637336 +0200 CEST